চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজিত এ প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়। এতে প্রথম হয় চৌডালার আবু মাঝির দল, দ্বিতীয় নশীপুরের জয় মাঝির দল ও তৃতীয় চৌডালার পলাশ মাঝির দল।
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে চৌডালার আবু মাঝির দল।
সদরের খালঘাট থেকে শুক্রবার বেলা ১১টার দিকে শুরু হয় নৌকাবাইচ। শেষ হয় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজিত এ প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়। নৌকাবাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে ও মহানন্দা সেতুর ওপর ভিড় করেন স্থানীয়রা।
প্রতিযোগিতায় প্রথম হয় চৌডালার আবু মাঝির দল, দ্বিতীয় নশীপুরের জয় মাঝির দল ও তৃতীয় চৌডালার পলাশ মাঝির দল।
নৌকাবাইচ শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।