চুয়াডাঙ্গার জীবননগরে ধানবোঝাই গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে আল আমিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের পূর্বপাড়ার উজ্জ্বল হোসেনের ছেলে।
উজ্জ্বল হোসেন জানান, বিকেলে বাড়ির সামনে খেলছিল আল আমিন। এ সময় রাস্তা পার হতে গেলে একটি ধানবোঝাই গরুর গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উৎপল বিশ্বাস বলেন, ‘হাসপাতালে নেয়ার আগেই মারা যায় শিশুটি। তার বুকের হাড় ভেঙে গেছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’