বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহান বিজয় দিবস উদ্‌যাপন রোম দূতাবাসের

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:২৪

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর এক মিনিট নীরবতা পালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করেছে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রোম দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইতালি, সার্বিয়া ও মন্টেনিগ্রোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর এক মিনিট নীরবতা পালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিদেশি অতিথি, স্থানীয় নেতা ও প্রবাসী বাংলাদেশিদের ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আয়োজন করা হয় দূতাবাসের সম্মেলনকক্ষে।

দিনের অন্য কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ, দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ এবং ‘স্বাধীনতা শব্দটি কী করে আমাদের হলো’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন।

আলোচনা অংশে বাংলাদেশের দুজন অনারারি কনসালসহ অন্যান্য বিদেশি অতিথিরা বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে উষ্ণ অভিনন্দন জানান। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

স্থানীয় নেতারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু এবং সব শহীদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রদূত শামীম আহসান তার বক্তব্যে উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বই ছিল বাংলাদেশের স্বাধীনতা লাভের মূল চালিকা শক্তি।’

রাষ্ট্রদূত ২০২১ সালের বিশেষ তাৎপর্য তুলে ধরে বলেন, ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতা ও মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের জন্য বিশ্ব পরিমণ্ডলে ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত।

ওই সময় তিনি মুজিববর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান কার্যালয়ে শেখ মুজিব-বাংলাদেশ কক্ষ স্থাপনের বিষয়ে বাংলাদেশ এবং এফএওর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয় উল্লেখ করেন।

মহান বিজয় দিবসের আনন্দঘন মুহূর্তে তিনি ইতালি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ সহাবস্থানের আহ্বান জানান। রাষ্ট্রদূত দূতাবাসের সেবা কার্যক্রমের মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

এ বিভাগের আরো খবর