বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হৃদরোগে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২১ ০১:১১

আনাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী হিসেবে সক্রিয় থাকার পাশাপাশি টিএসসিভিত্তিক সংগঠন স্লোগান-৭১ এর সহসভাপতি ছিলেন। আনামের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন সহপাঠী এবং পরিচিতজনেরা।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নূর এ আদিব আনাম।

তিনি মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। থাকতেন সলিমুল্লাহ মুসলিম হলের ৪২ নং কক্ষে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রংপুরের একটি হাসপাতালে আনামের মৃত্যু হয় বলে নিউজবাংলাকে তার একাধিক সহপাঠী নিশ্চিত করেছেন।

আনাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী হিসেবে সক্রিয় থাকার পাশাপাশি টিএসসিভিত্তিক সংগঠন স্লোগান-৭১ এর সহসভাপতি ছিলেন।

আনামের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন সহপাঠী এবং পরিচিতজনেরা।

আনামের বন্ধু মাহবুব আলম লিমন লিখেন, ‘আহারে আনাম….আমার বন্ধু আনাম, এস. এম হলের আনাম। তোর মতো একটা হাসিখুশি ছেলে এত তাড়াতাড়ি কার্ডিয়াক অ্যারেস্টে আমাদের সবাইকে বিদায় জানিয়ে দিলি! বন্ধু হারানোর তালিকা ক্রমশই বড় হচ্ছে, আর ছোট হয়ে আসছে আমার বন্ধু তালিকার পরিধি।’

সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী মাইন উদ্দিন লিখেছেন, ‘আমাদের আনাম ভাই আর নাই। কার্ডিয়াক অ্যারেস্টে কিছুক্ষণ আগে রংপুরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান আনাম ভাই। খুব খারাপ লাগতেছে খবরটা শুনে। জাবের স্যারের ক্যাটালগ প্রাকটিক্যালের জন্য ৪-৫ দিন আগে দুইজনে একসঙ্গে খাতা কিনলাম, শ্যাডো থেকে চা খেলাম। সেই খাতায় এখনও এক পৃষ্ঠাও লিখি নাই। তার আগেই প্রিয় ভাইটি চলে গেলেন।’

এ বিভাগের আরো খবর