আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিপক্ষে প্রার্থী হওয়ায় বগুড়ায় ৯ নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম লিটন। কাহালু উপজেলার সদর ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি শি এম বেলাল হোসেন, নারহট্ট ইউপিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল রহিম প্রাং।
কালাই ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও সাবেক শ্রমিক লীগ নেতা আবু তাহের সরদার হান্নান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুবেল হোসেন এবং উপজেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান আলী।
নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউপিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মজনুর রহমান মজনু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ হেলা বাকী। ভাটগ্রাম ইউপিতে স্থানীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল দৌলা ববি।
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল জানান, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি জানান, এ ছাড়া দলীয় শৃঙ্খলা অমান্য করায় তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।