মাথায় মহান বিজয় দিবস লেখা লাল-সবুজের ফিতা, হাতে পতাকা। ছোট্ট সোনামণিকে কোলে নিয়ে ৫০তম বিজয় দিবসের আনন্দ উপভোগ করতে বের হয়েছেন বাবা-মা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিজয় দিবসের বর্ণিল আয়োজন দেখতে কেরানীগঞ্জ থেকে এসেছেন তারা। তাদের মতো শত শত মানুষের ভিড়ে নগরীতে ছিল উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার ৫০তম বিজয় দিবসে রাজধানী ঢাকা ঘুরে দেখা যায় উৎসবমুখর বর্ণিল আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
বিজয়ের ৫০ বছরে বাড়ি, গাড়ি, সব জায়গায় উড়ছে লাল-সবুজের পতাকা। লাল-সবুজে সজ্জিত করা হয়েছে সরকারি-বেসরকারি ভবনসহ সব ধরনের প্রতিষ্ঠান।
রাজধানীর হাতিরঝিল, ধানমন্ডি লেক, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, বিজয় সরণিতে বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর, পুরাতন বিমানবন্দরসহ রাজধানীজুড়েই ছিল লাল-সবুজের বিজয় উল্লাস।
দুপুরের পর থেকে মানুষের ঢল নামে হাতিরঝিলে। পুরো হাতিরঝিল ঘিরে দর্শনার্থী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। লাল-সবুজের সাজে সব ধরনের মানুষের ভিড়ে পুরো এলাকা যেন লোকারণ্য। একই দৃশ্য ছিল বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সামনে। বিজয় সরণি থেকে চন্দ্রিমা উদ্যান পর্যন্ত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
পরিবার নিয়ে কালাচাঁদপুর থেকে ঘুরতে আসা আল আমিন বলেন, ‘আজ মহান বিজয় দিবস। এদিন বের না হলে মনের মধ্যে কষ্ট থেকে যায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এ বিজয়। এদিন আনন্দের দিন। এটি আমাদের বিজয়ের দিন।’
বিজয়ের উৎসবে শামিল ঢাকাবাসী। ছবি: নিউজবাংলা
তিনি বলেন, ‘করোনার কারণে এমনিতেই পরিবার-পরিজন নিয়ে বের হওয়া হয় না। বিজয় দিবসের ছুটি থাকায় সবাইকে নিয়ে বের হয়েছি।’
নয় মাসের সংগ্রাম আর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় বহু আকাঙ্ক্ষিত এই দিনটি। ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ৪৯ বছর আগের এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির সামনে। যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতি দিবসটি পালন করছে।
বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিজয় দিবস কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। সকালে সাভারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা জানায় জাতি-বর্ণ-ধর্ম সবাই।