ফরিদপুরে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কোতোয়ালি থানা আওয়ামী লীগের আয়োজনে বিশাল মিছিল হয়েছে।
জনতা ব্যাংকের লাবলু চত্বরে বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে জড়ো হয়।
সেখানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষ।
কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মুনিরুল হাসান মিঠু, কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরীসহ আরও অনেকে।