মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে। উপজেলার কনকসার ইউনিয়নের কাহেতারা এলাকার একটি ডোবা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উদ্ধার হয় মরদেহটি।
নিহত শিশুর নাম হুমায়রা হিমু। তার বয়স ১০ বছর। কাহেতারা এলাকার হানিফ মিয়ার মেয়ে হিমু। বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিল সে।
হিমুর পরিবার জানায়, খুঁজে না পেয়ে বুধবার রাতে লৌহজং থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তার বাবা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবায় ভাসতে থাকা একটি বস্তা টানাটানি করছিল কুকুর।
স্থানীয়রা বস্তাটির মুখ খুললে হিমুর মরদেহ দেখতে পান। পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) রাজু মিয়া জানান, বুধবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। মরদেহের গলায় দাগ রয়েছে। ধারণা করছি, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।