বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ১০ জন আহত 

  •    
  • ১৬ ডিসেম্বর, ২০২১ ১৪:৪০

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে দুইটি কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। উপজেলার মরুড়া এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে দলের নেতাকর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘটনার সূত্রপাত হয়। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।

ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে কর্মী সমর্থকদের নিয়ে ফুল দিতে আসেন কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ। তিনি ফুল দিয়ে চলে যাওয়ার পর ফুল দিতে আসেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দীন। এ সময় রাস্তায় দাড়িয়ে তাদের থাকা কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে সংঘর্ষ বাধে।

বর্তমানে এমপির সমর্থক জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ জানান, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছিল।

এর মধ্যে হঠাৎ করে সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় দুজন মুক্তিযোদ্ধাসহ অনেকেই আহত হয়েছেন এবং বঙ্গবন্ধুর ছবিও ভাঙচুর করা হয়েছে।

তবে পাল্টা অভিযোগ এনে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আমরা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিতে এলে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হন।’

তিনি বলেন, ‘হামলায় উপজেলা আওয়ামী লীগের কর্মী সিরাজুল হকের ছেলে মিন্টুর অবস্থা গুরুতর। তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে দুইটি কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে। উপজেলার মরুড়া এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

এ বিভাগের আরো খবর