জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, তাদের কারণে বিজয়ের ৫০ বছরেও স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়িত হয়নি। আরও একটি সংগ্রামে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি।
বিজয় দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আজকে ৫০ বছর পরও যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, তা বাস্তবায়িত হয়নি। আমাদের স্বাধীনতার চেতনা ছিল, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা।
‘আজকে এই স্বৈরাচারী কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার তারা একদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য বিরোধী দলকে নির্মূল করছে।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার বন্দি রেখেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি এখন অসুস্থ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
‘জনগণকে ঐক্যবদ্ধ করে এই দেশে আবারও একটি সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। এই দেশকে মুক্ত করব।’
বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার ৫০ বছর উদযাপন উপলক্ষে দেশজুড়ে উৎসব উৎসব রব বিরাজ করছে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫০ বছর পূর্তির দিন আজ।
দিনটি সরকারি ছুটির দিন। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।