চট্টগ্রামের হালিশহরে বাতাসে উল্টে যাওয়া ব্যানার ঠিক করতে গিয়ে একজন দগ্ধ হয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকের এ ঘটনাটি জানাজানি হয় বৃহস্পতিবার সকালে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, ‘ইপিজেড থানা এলাকার সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলায় বাতাসে উল্টে যাওয়া ব্যানার ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত দেন ওয়ার্ড সচিব রিফাত উদ্দিন।
‘দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।’
তাকে হাসপাতালে নিয়ে আসা জোহায়ের আফতাব শাকির নিউজবাংলাকে বলেন, ‘আমরা উপরে অফিসে ছিলাম। উনি সম্ভবত বিজয় দিবসের ব্যানারটা দেখছিলেন ঠিকঠাক লাগানো হয়েছে কিনা। এ সময় বিকট শব্দ শুনেতে পাই। আগুন লেগেছে ভেবে আমরা দ্রুত নিচে নেমে আসি।
‘পরে শুনি তিন তলায় ব্যানারের পাশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সচিব দগ্ধ হয়েছেন।’
এ বিষয়ে হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমন নিউজবাংলাকে বলেন, ‘ব্যানারটা আগেই লাগানো হয়েছে, বাতাসে উল্টে গিয়েছিল। তাই তিনি সেটা ঠিক করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হন তিনি। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, এখনও শঙ্কামুক্ত নন।’