বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিএসসিতে ‘রক্তে রাঙা বিজয় আমার’

  •    
  • ১৬ ডিসেম্বর, ২০২১ ০১:২১

বিজয় উৎসবে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে পাঠ করা হয় বিজয়ের শপথ। বারোটায় রাজু ভাষ্কর্যে পোড়ানো হয় আতশবাজি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চলছে বিজয় উৎসব ‘রক্তে রাঙা বিজয় আমার-২০২১’। টিএসসি ভিত্তিক সংগঠন স্লোগান ’৭১- এই উৎসবের আয়োজন করে।

তিন দিনব্যাপী এ উৎসব বৃহস্পতিবার শেষ হবে।

উৎসবের দ্বিতীয় দিন হিসেবে বুধবার দুপুর দুইটা থেকে টিএসসির পায়রা চত্ত্বরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

সন্ধ্যায় ফানুস আর অগ্নি ফুলকিতে আলোকিত হয় অনুষ্ঠানস্থল।

রাত আটটা থেকে সাংস্কৃতিক আয়োজনের দ্বিতীয় পর্ব শুরু হয়। এই পর্বে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠনের নিজস্ব ব্যান্ড জংশন, ল্যাম্পপোস্ট, আপন ঘর আর এককভাবে তাবিবের গান পরিবশেন করে।

রাত এগারোটা পঞ্চাশ মিনিটে পাঠ করা হয় বিজয়ের শপথ। বারোটায় রাজু ভাষ্কর্যে ফুটানো হয় আতশবাজি।

এর আগে মঙ্গলবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে মুক্তিযুদ্ধে শহীদদের হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়। এদিন দুপুরে টিএসিসর পায়রা চত্বরে টাঙানো হয় বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ‍ঢাকের তালে বিজয় উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই উৎসব।

২০১২ সাল থেকে স্লোগান ৭১ সংগঠনটি ‘রক্তে রাঙা বিজয় আমার’ নামে এই উৎসবের আয়োজন করে চলছে। এর আগে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের ব্যনারে টিএসসিতে বিজয় দিবস উদযাপন হতো।

সংগঠনটির সভাপতি নাজিম উদ্দিন হাসান শুভ বলেন, 'আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় অল্প কিছু আর্থিক সহযোগিতা করে আসছে। তবে উৎসব আয়োজনের বেশিটা্ন্যই করেন সংগঠনের অগ্রজরা।'

এ বিভাগের আরো খবর