তিনদিনের সরকারি ছুটিতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে। বুধবার সন্ধ্যায় পর্যন্ত কম থাকলেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বলছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬ ফেরির মধ্যে ১৫টি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। পাটুরিয়ার ভাসমান কারখানায় একটি ফেরির মেরামত চলছে।
রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার ফেরি ঘাট এলাকায় দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বাস, ব্যক্তিগত গাড়িসহ সাত শতাধিক যানবহন ফেরি পারের অপেক্ষায়।
ফরিদপুর সদরের আফজাল মিয়া বলেন, ‘সন্ধ্যায় ঢাকা থেকে রওনা দিয়ে সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে পৌঁছাই। ঘাটে ফেরির জন্য প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করছি। দেখি কখন উঠতে পারি।’
রাজবাড়ীর শাহনাজ আক্তার বলেন, ‘সারা রাস্তা কষ্ট করে এসে, বাড়ির কাছে শীতের মধ্যে কষ্ট করতে হচ্ছে। আমার তো তেমন সমস্যা নাই। কিন্তু বাচ্চার কষ্ট হচ্ছে।’
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘টানা তিন দিনের সরকারি ছুটির কারণে চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলোকে সুযোগ দেয়া হচ্ছে। চাপ কমলে ট্রাকগুলো সিরিয়াল পাবে। ধারণা করছি, এই চাপ বৃহস্পতিবার পর্যন্ত থাকবে।’