দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভ্রমণ ও ট্রেজারি নিষেধাজ্ঞার সাত দিন না পেরুতেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ফোন করার বিষয়টি নিউজবাংলাকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
ফোনালাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলাপ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকা সফরে আসা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মানে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নৈশভোজে আমন্ত্রিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ফোন বেজে ওঠে আব্দুল মোমেনের মোবাইলে।
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। গত ৫০ বছরে দুই দেশের বিরাজমান সুসম্পর্ক আগামীতেও অক্ষুণ্ণ রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন দুই মন্ত্রী।
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লংঘনের অভিযোগ এনে র্যাব এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর ভ্রমণ ও ট্রেজারি নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
এরপর ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ঢাকা। আলোচনার টেবিলে থাকা বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনা ছাড়া যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায় নিজেদের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে অনুমাননির্ভর আখ্যা দিয়েছেন সরকারের মন্ত্রীরা।