বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ, বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
বুধবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পারস্পরিক এসব বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
ভারতের রাষ্ট্রপতি সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান মো. আবদুল হামিদ। এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ করেছেন বলে ভারতের রাষ্ট্রপতির অফিশিয়াল টুইট বার্তায় জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, দুই দেশের রাষ্ট্রপ্রধান বৈঠককালে যোগাযোগ, বাণিজ্য, পারস্পরিক সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। এ সময় উন্নয়ন অংশীদারত্ব এবং বৈশ্বিক করোনাভাইরাস মহামারি মোকাবিলায় একযোগে কাজ করার বিষয়ে কথা হয়।
বঙ্গভবনে ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতির সৌজন্যে নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নৈশভোজে ভারতের ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ, রাষ্ট্রপতির কন্যা স্বাতি কোবিন্দসহ সফরসঙ্গীরা অংশ নেন।
নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
পরে তারা বঙ্গভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এই আয়োজনে আবহমান বাঙালির চিরায়ত সংস্কৃতি, স্বাধীনতা যুদ্ধ ও জাতির পিতার নানা অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়।
বঙ্গভবনে আসার আগে হোটেল সোনারগাঁওয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বেলা ১১টা ৩৫ মিনিটে রামনাথকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। এ সময় কুশল বিনিময় করেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান।
ভিভিআইপি টার্মিনালে তৈরি করা অস্থায়ী অভ্যর্থনা মঞ্চে রামনাথকে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে প্যারেড ঘুরে দেখেন ভারতের রাষ্ট্রপ্রধান।
করোনা মহামারি শুরুর পর এটিই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্রথম বিদেশ সফর। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের মহা-আয়োজনে অন্যতম আমন্ত্রিত অতিথি তিনি।
ঢাকা সফরে এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সফরে আসা ভারতের রাষ্ট্রপতি ১৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। এই সময়কালে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। রামনাথ কোবিন্দের সঙ্গে রয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ হিসেবে যোগ দেবেন রামনাথ। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানেও অংশ নেয়ার কথা রয়েছে তার।
শুক্রবার সকালে রমনা কালীমন্দির পরিদর্শনে যাবেন ভারতের রাষ্ট্রপতি। সেখানে সদ্য সংস্কার করা অংশ উদ্বোধন করবেন তিনি। মন্দিরসংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়েরও কথা রয়েছে তার। এদিন দুপুরে দেশের উদ্দেশে উড়াল দেবেন রামনাথ কোবিন্দ।