‘পৌষের শীতে মোষ কাঁপে’- প্রবাদটি বুঝি বাস্তবতা হারাচ্ছে। পৌষ মানেই শীতের কাঁপুনি। শীতলতা পেতে দিনভর পানিতে গা ডুবিয়ে রাখা মহিষও এ সময়ে শীতে কাঁপাকাঁপি করে। এবার শীত ঋতুর প্রথম মাসটির আগমনী ক্ষণে আবহাওয়ায় তেমন বার্তা নেই।
রাত পোহালেই আসছে সেই পৌষ। অথচ রাজধানীতে শীতের তেমন একটা দেখা নেই। সারা দেশেও তুলনামূলক প্রকোপ কম।
বাংলা দিনপঞ্জির হিসাবে বুধবার অগ্রহায়ণের শেষ দিন। সে হিসাবে বৃহস্পতিবার কুয়াশার চাদর গায়ে দিয়ে সূর্য উঠবে নতুন ঋতু শীত ও নতুন মাস পৌষকে স্বাগত জানিয়ে। এই সময়ে এসে গ্রামাঞ্চলে কিছুটা শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে এখনও তেমনটা দেখা যায়নি। এখনো লেপ-কম্বল মুড়ি দিয়ে আয়েশ করে ঘুম দেয়ার সুযোগ পাচ্ছেন না রাজধানীবাসী। ভোরের দিকে গায়ের ওপর একটু কাঁথা টেনে নিতে হচ্ছে মাত্র।
আগামী কয়েক দিনের মধ্যে শীত জেঁকে বসার আগাম বার্তা নেই আবহাওয়া অফিসের কাছেও। মৃদু, মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাসও নেই। তবে তিন/চারদিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
অবশ্য এ মাসের শেষের দিকে একটি মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলা পৌষ ও মাঘ এই দুই মাস মিলে শীতকাল। ডিসেম্বরের মাঝামাঝি সময় প্রায় এসেই পড়েছে। তবে চলতি সপ্তাহের দু-তিনদিন পর থেকে সারাদেশেই তাপমাত্রা কমবে। তখন অপেক্ষাকৃত বেশি শীত অনুভূত হবে।
ঢাকার আকাশে হালকা মেঘের আনাগোনা রয়েছে। এটা কেটে গেলেই কিছুটা শীত পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. হাফিজুর রহমান। নিউজবাংলাকে তিনি বলেন, ‘ঢাকায় এমনিতেই শীত একটু কম পড়ে। ইতোমধ্যে দেশের গ্রামীণ এলাকায় শীত পড়তে শুরু করেছে। তবে পৌষের শীত বলতে যা বুঝায় তা এখনো পড়েনি। ঢাকার আকাশে একটা মেঘলা ভাব আছে। এই মেঘলা ভাব কেটে গেলে একটু করে শীত পড়তে শুরু করবে। তবে সপ্তাহখানেকের মধ্যে শৈত্যপ্রবাহের কোন লক্ষণ বা পূর্বাভাস নেই, সম্ভাবনাও কম।
‘আগামী দুদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকত পারে। এরপর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।’
অধিদপ্তর বলছে, সারা দেশে আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকবে। আকাশও থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। সহসা বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই।
ঢাকায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৭ থেকে ২৬ ডিগ্রির মধ্যেই উঠা-নামা করেছে। আগামী তিনদিন একই তাপমাত্রা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে, সূর্যাস্ত ৫টা ১৪ মিনিটে।
এদিকে উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের দাপট। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এ সময় জেলার তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। অবশ্য কুয়াশা কম থাকায় দিনের শুরুতেই ঝলমলে রোদের দেখা মিলছে।