একে একে খারিজ হয়ে যাচ্ছে সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন জেলার আদালতে করা মামলার আবেদন। সবশেষ রংপুরে বুধবার দুপুরে করা আবেদনটি সন্ধ্যায় খারিজ করেছেন বিচারক আব্দুল মজিদ।
জেলার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদনটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি হানিফ মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শফি কামাল।
এর আগে বুধবার দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল মুরাদের নামে করা মামলার আবেদন খারিজ করেন বিচারক আবুল কাশেম।
সিলেট সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী চিন্ময় পাল মামলা খারিজের তথ্য নিশ্চিত করে বলেন, যে অভিযোগ আনা হয়েছে তা এ আদালতের ভৌগোলিক এলাকার বাইরের ঘটনা এবং আবেদনকারী এ ঘটনায় সরাসরি সংক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই। সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারবেন।
সম্প্রতি নাহিদ রেইনস নামে একটি ফেসবুক পেজ থেকে লাইভে এসে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশালীন মন্তব্য করেন মুরাদ হাসান। এরপর এক নায়িকার সঙ্গে তার আপত্তিকর কথোপকথনের একটি অডিও ফাঁস হয়।
এ নিয়ে সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন। গত ৭ ডিসেম্বর পদত্যাগ করেন মুরাদ।
অনলাইন প্লাটফর্মে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মুরাদ হাসানের বিরুদ্ধে এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায়। বিএনপিপন্থি আইনজীবীরা এই আবেদনগুলো করেন।
তবে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেটের পর এবার খারিজ হলো রংপুরের আবেদন।