চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও সময় নিউজ অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে প্রক্টর পরিচয়ে হুমকির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তিন সদস্যের এই কমিটিতে আহবায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুল ওয়াহেদ চৌধুরীকে। অন্য দুই সদস্য হলেন সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম ও গোলাম কুদ্দুস লাভলু।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রক্টর পরিচয়ে সাংবাদিককে হুমকির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
হুমকির ঘটনায় গত বুধবার বিচারের দাবি জানিয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগপত্র দেয় চবিসাস।
অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র তৌহিদুল ইসলাম চৌধুরীকে সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়। নিয়ম অনুযায়ী বহিষ্কৃত কেউ পরীক্ষায় অংশ নিতে না পারলেও ওই শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন জানতে পেরে আরবি বিভাগের সভাপতি মুহাম্মাদ শাযআত উল্লাহ ফারুকীর সঙ্গে যোগাযোগ করেন ইফতেখায়রুল।
পরদিন সকালে ওই শিক্ষার্থী চারটি ভিন্ন নম্বর থেকে কল করে প্রক্টর পরিচয়ে গালিগালাজ ও ‘দেখে নেব’ বলে হুমকি দেন।
এ বিষয়ে চবি প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘আমি অভিযোগপত্র পেয়েছি। একজন শিক্ষার্থী প্রক্টর পরিচয়ে কাউকে হুমকি দেবে, তা মেনে নেয়ার মতো নয়।’