বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুজিববর্ষ: সুন্দরবনে অবমুক্ত ১০০ কুমির

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২১ ১৯:২০

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাভুক্ত করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের সামনের নদীতে কুমির অবমুক্তের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের বিভিন্ন খালে ১০০ কুমির অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে জন্ম নেয়া লবণ পানির এসব কুমির বুধবার দুপুরে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাভুক্ত করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের সামনের নদীতে কুমির অবমুক্তের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার।

এ সময় প্রধান বন সংরক্ষক আমির হুসাইন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরসহ সুন্দরবন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, মুজিববর্ষ উপলক্ষে সুন্দরবনে এসব কুমির অবমুক্ত করা হয়। করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে এসব কুমিরের জন্ম হয়। সেখানেই বেড়ে উঠেছে তারা। পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার কার্যক্রম উদ্বোধনের পর চাঁদপাই, শরণখোলা, খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদ-নদী ও খালে কুমিরগুলো ছাড়া হয়।

এ বিভাগের আরো খবর