বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২১ ১৯:০৩

২০২০ সালের ৪ অক্টোবর প্রতিবেশীর প্রতিবন্ধী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন হারুন। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে ও হারুনকে সেখানেই আটক করে পুলিশে দেয়।

রাঙামাটির নানিয়ারচরের ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ৮৫ বছরের এক ব্যক্তিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন বুধবার দুপুরে এ রায় দেন।

সাজা পাওয়া আসামি হলেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৮৫ বছরের হারুন অর রশিদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, বিচার সুষ্ঠু হয়নি।

২০২০ সালের ৪ অক্টোবর প্রতিবেশীর প্রতিবন্ধী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন হারুন। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে ও হারুনকে সেখানেই আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় শিশুর মা নানিয়ারচর থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল জানান, এ মামলা দ্রুত নিষ্পত্তি করা হয়েছে, যা দৃষ্টান্তমূলক।

তিনি আরও জানান, জরিমানা হিসেবে ৩ লাখ টাকা ভুক্তভোগীর পরিবারকে আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেয়া হয়েছে। ১৮০ দিনের মধ্যেও জরিমানা দিতে না পারলে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করে সেই অর্থ ট্রাইব্যুনালে জমা দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ মামুন বলেন, ‘মেডিক্যাল রিপোর্টে কোনো আলামত পাওয়া যায়নি। শুধু তা-ই নয়, ডিএনএতেও কোনো আলামত নেই। সুষ্ঠু বিচার হয়নি। সে জন্য উচ্চ আদালতে আপিল করব।’

এ বিভাগের আরো খবর