গাজীপুরের কাপাসিয়ায় লবলং খাল দখল করে ভরাট ও বাঁধ নির্মাণের ওপর স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট।
একই সঙ্গে সিএস/আরএস জরিপ অনুসারে লবলং খালের প্রকৃত সীমানা জরিপ করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশের পাশপাশি লবলং খাল ভরাট, দখল, বাঁধ নির্মাণ বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে আদালত।
স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
খাল দখল নিয়ে পত্র পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
আদালতের রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি নিউজবাংলাকে বলেন, ‘লবলং খাল ভরাট, দখল, বাঁধ নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং কাপাসিয়ার ইউএনও সহ ছয়জনকে আদলতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
‘একই সঙ্গে গাজীপুরের ডিসি এবং এসিল্যান্ডকে সিএস/আরএস অনুসারে লবলং খালের প্রকৃত সীমনা জরিপ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করেত বলা হয়েছে।’