দেশে ডেঙ্গু পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। চলতি বছরের জুন-জুলাইয়ে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়া শুরু হয়। সেপ্টেম্বরে এই রোগের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় সাত হাজারের বেশি মানুষ। এরপরের মাস থেকে ডেঙ্গু শনাক্তের সংখ্যা কমতে থাকে। ডিসেম্বরে এই সংখ্যা আরও কমে আসছে। গত ১৫ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত পূববর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। তাদের মধ্যে ২০ জনই ঢাকায়। ঢাকার বাইরে সারাদেশে সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ১০১ জন এবং অন্যান্য বিভাগে ৬৫ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বমোট ২৮ হাজার ৬৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮০১ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে।