চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ী হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন ছোট ভাই মঞ্জুর মোরশেদ।
বাড়ি তৈরিতে খরচ ও দোকানের হিসাব দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পনা অনুযায়ী বড় ভাইকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।
চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহারিয়ার ইকবালের আদালতে মঙ্গলবার বিকেলে এ জবানবন্দি দেন আসামি।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের মিরেরখীল এলাকার নিজ বাড়ি থেকে সোমবার রাত ১২টার দিকে কসমেটিকস ব্যবসায়ী মো. এরশাদের গলাকাটা মরদেহ উদ্ধার হয়।
এদিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাই মোরশেদকে আটক করা হয়। নিহতের স্ত্রী রোজানা বেগম মঙ্গলবার দুপুর ১২টার দিকে মামলা করার পর তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত পরিদর্শক রাজিব শর্মা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর তার বড় ভাই এরশাদকে খুনের কথা স্বীকার করেছেন।
মঞ্জুর মোরশেদ জানান, ঘটনার তিন দিন আগে ওমান থেকে ফেরেন তিনি। ওমানে থাকাকালে দেশে একটি পাকা বাড়ি তৈরি করেন।
তিনি বলেন, ‘এতে দুই ভাইয়ের সমান টাকা দেয়ার কথা ছিল। কিন্তু বাড়ি তৈরিতে ছোট ভাই মঞ্জুর বেশি টাকা দেন। তবে বড় ভাই ও তার স্ত্রীর দাবি, তারা শ্রম দিয়েছেন বেশি।
‘এরই মধ্যে হাটহাজারী পৌরসভায় একটি কসমেটিকসের দোকান শুরু করেন এরশাদ। মঞ্জুরের দাবি, এই দোকানেও তার অর্থ আছে।
‘সব মিলিয়ে শুক্রবার বাড়ি ফিরে বড় ভাইয়ের কাছে হিসাব চান মঞ্জুর। হিসাব দিতে অস্বীকৃতি জানালে এরশাদকে হত্যার পরিকল্পনা করেন তিনি।’
পরিদর্শক রাজিব জানান, পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন দোকানে থেকে ফেরার পর এরশাদকে কৌশলে ছাদে নেয়া হয়। সেখানে তাকে গলা কেটে হত্যা করা হয়।