চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিগধাইর গ্রামে মঙ্গলবার মধ্যরাতের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
আওয়ামী লীগের প্রার্থী মাহতাব উদ্দিন হেলাল বলেন, প্রচার চালিয়ে রাতে চলে আসি। বুধবার সকালে খবর পাই নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। নষ্ট করা হয়েছে পোস্টার ও ব্যানার।
তিনি অভিযোগ করে বলেন, ‘এর আগে বুধবার বিকেলে প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী আব্দুর রশিদের লোকজন আমার সমর্থকদের ওপর হামলা চালায়। আমি সন্দেহ করছি তারাই আমার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।’
এ ব্যাপারে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। তারা নির্বাচনি পরিবেশ নষ্ট করতে শুরু থেকে আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে।
‘কিন্তু আমাদের দিক থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিজেদের লোক দিয়ে অফিস ভাঙচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো কর্মী-সমর্থক জড়িত নয়। সেটি তদন্ত করলেই বেরিয়ে আসবে।’
শাহরাস্তি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘নৌকা প্রার্থীর কার্যালয় ভাঙচুরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা শাহরাস্তি থানা পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।’
আগামী ২৬ ডিসেম্বর সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ এবং সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।