মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ১১টা ৩৫ মিনিটে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। এ সময় কুশলবিনিময় করেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান।
পরে রাষ্ট্রপতি হামিদের আমন্ত্রণে ভিভিআইপি টার্মিনালে তৈরি করা অস্থায়ী অভ্যর্থনা মঞ্চে আসেন রামনাথ কোবিন্দ। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে প্যারেড ঘুরে দেখেন ভারতের রাষ্ট্রপ্রধান।
বিমানবন্দর থেকে তিনি রওনা দেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের রাষ্ট্রপতি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণেরও কথা রয়েছে তার।
সাভারের আনুষ্ঠানিকতা শেষে তিনি আসবেন ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাদুঘর ঘুরে দেখবেন।
স্থানীয় সময় বুধবার ৯টা ২৩ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে কোবিন্দ বাংলাদেশের উদ্দেশে উড়াল দেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতি কোবিন্দ।
করোনাভাইরাস মহামারি শুরুর পর এটাই কোবিন্দের প্রথম বিদেশ সফর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের মহা আয়োজনে অন্যতম আমন্ত্রিত অতিথি তিনি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই সফরে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় থাকবেন কোবিন্দ। তার সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। রামনাথ কোবিন্দের সফরকালীন দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে যাবেন সফরে আভাসস্থল সোনারগাঁও হোটেলে। সফরসূচি অনুযায়ী, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রামনাথ। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রয়েছে তার।
জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে উপহার হিসেবে দেবেন ভারতের রাষ্ট্রপ্রধান।
বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ হিসেবে অংশ নেবেন রামনাথ। এ দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানেও অংশ নেয়ার কথা রয়েছে তার।
শুক্রবার সকালে রমনা কালীমন্দির পরিদর্শনে যাবেন ভারতের রাষ্ট্রপতি। সেখানে সদ্য সংস্কারকৃত অংশ উদ্বোধনও করবেন তিনি। মন্দিরসংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়েরও কথা রয়েছে তার। এদিন দুপুরে দেশের উদ্দেশে উড়াল দেবেন।
ভারতের রাষ্ট্রপতির সফর নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘এ সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে।’
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক ও সোনালি অধ্যায় চলছে।…১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি ট্যাংক ও একটি বিমান বাংলাদেশকে উপহার দেবে ভারত, এমনটি নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।’