বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের পথে ভারতের প্রেসিডেন্ট

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২১ ১০:১০

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই সফরে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় থাকবেন কোবিন্দ। তার সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। রামনাথ কোবিন্দের সফরকালীন দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এরই মধ্যে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

স্থানীয় সময় ৯টা ২৩ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে কোবিন্দ বাংলাদেশের উদ্দেশে উড়াল দেন বলে ভারতীয় প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার পেজে নিশ্চিত করা হয়েছে।

করোনাভাইরাস মহামারি শুরুর পর এটাই কোবিন্দের প্রথম বিদেশ সফর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের মহা আয়োজনে অন্যতম আমন্ত্রিত অতিথি তিনি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই সফরে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় থাকবেন কোবিন্দ। তার সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। রামনাথ কোবিন্দের সফরকালীন দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে কোবিন্দকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয়া হবে। এরপর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে যাবেন।

ভারতের রাষ্ট্রপতির সফর নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘এ সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক ও সোনালি অধ্যায় চলছে।…১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি ট্যাংক ও একটি বিমান বাংলাদেশকে উপহার দেবে ভারত, এমনটি নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।’

এ বিভাগের আরো খবর