বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন ও হতাহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাউদ্দিন আহমেদকে প্রধান করে এ কমিটি করা হয়।
মঙ্গলবার রাতে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ আলী বেগ জানান, জেলা প্রশাসনের পক্ষে এ তদন্ত কমিটি করা হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে সান্তাহারে বিআরআইএস নামের ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এতে ৫ শ্রমিকের মৃত্যু হয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে আদমদিঘী, নওগাঁর রানীনগর, আত্রাইসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। চার ঘণ্টার চেষ্টায় বেলা ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নওগাঁর উপপরিচালক একেএম মোর্শেদ নিউজবাংলাকে তখন জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা তাদের।