শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ছেলের মুগুরের আঘাতে জহুরা খাতুন নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে জহুরুল ইসলামকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
উপজেলার পানিহাতা পূর্বপাড়া গ্রামে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পানিহাতা পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিন ঢাকায় থাকেন। তার স্ত্রী জহুরা ছেলে জহুরুলকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। মঙ্গলবার মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জহুরা এগিয়ে গেলে ছেলে কাছে থাকা কাঠের মুগুর দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই জহুরার মৃত্যু হয়।
মাকে আঘাতের পর জহুরুল পালিয়ে যান। পরে তাকে উপজেলার বারালিয়াকোনা গ্রামে বোনের বাসা থেকে আটক করে এলাকাবাসী।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলে এখন পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।