ঠাকুরগাঁওয়ের এক ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী পাচ্ছেন বিএনপি ও জাতীয় পার্টির অকুণ্ঠ সমর্থন। এমনকি আওয়ামী লীগের একটি অংশও কাজ করছে তার পক্ষে। এমন অবস্থায় বিপাকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ভোট ২৬ ডিসেম্বর। এই ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম কুদ্দুসের পক্ষে কাজ করছেন বিএনপি ও জাতীয় পার্টির কর্মীরা। আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীও প্রচার চালাচ্ছেন তার পক্ষে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আ.লীগ নেতা জানান, চেয়ারম্যান প্রার্থী কুদ্দুস ঠাকুরগাঁও জেলা আ.লীগের সহসভাপতি এস এম মঈনের ভাই। এ ছাড়া ওনার ছেলে আলী নোমান জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। প্রভাবশালী আ.লীগ পরিবারের সদস্য হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের একটি বড় অংশ তাকে সমর্থন দিচ্ছে।
মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়াম্যান মো. সোহাগ বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীরা আনারস প্রতীকের হয়ে কাজ করছে। ওই প্রার্থীর ভাই ও ছেলের নির্দেশে এমন হচ্ছে। বিষয়টি আমি উচ্চ পর্যায়ে জানিয়েছি।’
স্বতন্ত্র প্রার্থী কুদ্দুসকে অনানুষ্ঠানিক সমর্থন দিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি। ইউনিয়ন বিএনপিকে ডেকে কুদ্দুসের পক্ষে নির্বাচনের নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। নির্দেশ অমান্যে দল থেকে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এসব নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, ‘মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী নেই। এ ছাড়া বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী সোহাগ বিএনপির অনেক ক্ষতি করেছে। তাকে পরাজিত করতেই আমরা কুদ্দুসকে সমর্থন দিয়েছি।’
ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল রাজি স্বপন বলেন, ‘যেসব ইউনিয়নে আমাদের কোনো প্রার্থী নেই, সেখানে কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশনা দেয়া হয়নি। কর্মীরা চাইলে যে কারও পক্ষে নির্বাচন করতে পারবে।’
আনারস প্রতীকের প্রার্থী এস এম কুদ্দুস বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট দলের সমর্থন চাইনি। স্বতন্ত্র হয়ে জনগণের মনোনীত প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাকে ভালোবেসেই দলমত-নির্বিশেষে সবাই আমার পক্ষে কাজ করছে।
‘আমি আ.লীগ পরিবারের সন্তান বলেই আ.লীগের সমর্থকরা আমার জন্যে কাজ করছে… এটা ভুল কথা। জাতীয় পার্টি, বিএনপি ও জামাতের সমর্থকরাও আমার সঙ্গে আছে। সবাই এলাকার উন্নয়নে একজন যোগ্য চেয়ারম্যান চায়।’
আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম কুদ্দুস। ছবি: সংগৃহীত
জেলার সামাজিক সংগঠন ঠাকুরগাঁও সুরক্ষা কমিটির সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ ইন্দ্রনাথ রায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে ব্যক্তিগত ইমেজকে গুরুত্ব দেয়া সেই এলাকার জন্যে ভালো। একজন সৎ ও যোগ্য প্রতিনিধি ইউনিয়নের ভাগ্য পরিবর্তনের অসিলা হতে পারেন।’