বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যৌনকর্মীদের কাছে চেয়ারম্যানের নামে চাঁদা দাবি

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২১ ২০:০৬

দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারী ঐক্য সমিতির সভানেত্রী ঝুমুর বেগম জানান, স্থায়ী কয়েকজন যুবক সব মেয়েকে চিঠি দিয়ে টাকা দিতে বলেছে। মেয়েরা টাকা পাবে কোথায়? বাধ্য হয়ে তাই রাস্তায় নেমেছে। প্রশাসনকেও বিষয়টি জানাব।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর কর্মীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি হয়।

যৌনপল্লীর বাসিন্দারা বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের নাম করে আমাদের প্রতিটি মেয়ের কাছে থেকে চাঁদা চাওয়া হচ্ছে। আমরা অসহায়, আমাদের রোজগার করোনাভাইরাস আসার পর থেকে নেই বললেই চলে। আমরা নিজেরাই ঋণ করে চলছি।দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারী ঐক্য সমিতির সভানেত্রী ঝুমুর বেগম জানান, মহান বিজয় দিবস ঘিরে ইউনিয়ন পরিষদ নানা কর্মসূচির আয়োজন করছে। এসবের খরচ বাবদ সব মেয়েকে টাকা দিতে বলেছে স্থানীয় কিছু যুবক।

‘মেয়েরা টাকা পাবে কোথায়? বাধ্য হয়ে তাই রাস্তায় নেমেছে। প্রশাসনকেও বিষয়টি জানাব।’

অভিযোগ অস্বীকার করেছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি বলেন, ‘যৌনপল্লীর বাসিন্দারা কেন বিক্ষোভ করেছে আমি জানি না। আর আমি তাদের কাছে কেন চাঁদা চাইতে যাব। এটা কোনো পক্ষের ষড়যন্ত্র হতে পারে।’

এ বিভাগের আরো খবর