বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জানাজায় যাওয়ার পথে হারালেন প্রাণ

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২১ ১৭:১৪

নুরুন্নাহার নামে বাবুর স্বজন বলেন, ‘তিনি জানাজা শেষ করে বাড়ি ফিরবেন বলে গেছেন। কিন্তু তার মরদেহ এখন নাকি লাশ রাখার ঘরে আছে। এটা আমরা কেউ মানতে পারছি না।’

মাগুরা সদরের পাল্লা এলাকায় ভাইয়ের শ্বশুর সাত্তার খা মারা যাওয়ায় তার জানাজায় অংশ নিতে বাবু বিশ্বাস বাড়ি থেকে বের হন।

সদরের চাউলিয়া ইউনিয়নের চানপুর এলাকার বাড়ি থেকে বের হয়ে মাগুরাগামী একটি লোকাল বাসে ওঠেন তিনি। সিট ফাঁকা না থাকায় সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন বাবু।

তার সঙ্গে একই এলাকার প্রতিবেশী গোলাম নবীও রওনা দেন জানাজায় অংশ নিতে।

নবীর মেয়ের বিয়ে হয়েছে ওই পাল্লা গ্রামে। তবে বাসে ওঠার কিছুক্ষণের মধ্যে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

বাবুর স্বজনরা জানান, তারা অনেকেই পাল্লায় খা পাড়ায় সাত্তার বিশ্বাসের জানাজায় এসেছেন। এখন প্রস্তুতি নিচ্ছেন নিজ এলাকায় ফেরার। সেখানে বাবু ও গোলাম নবীর জানাজা হবে।

নুরুন্নাহার নামে বাবুর স্বজন বলেন, ‘তিনি জানাজা শেষ করে বাড়ি ফিরবেন বলে গেছেন। কিন্তু তার মরদেহ এখন নাকি লাশ রাখার ঘরে আছে। এটা আমরা কেউ মানতে পারছি না।’

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরার বটতলায় বুধবার সকাল ১০ টায় একটি বাস নিয়ন্ত্রণ হারায়। সড়কের পাশে থাকা একটি মুদি দোকানে ঢুকে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন বাসের কমপক্ষে ১৫ যাত্রী।

মাগুরা সদর থানার এসআই রাজু বিশ্বাস নিউজবাংলাকে বলেন, ‘মৃত দুজনকে আমরা ফায়ার সার্ভিসের কাছে দিলে তারা সদর হাসপাতালে নিয়ে যায়। বাসটি সোজা করার চেষ্টা চলছে। চালক ও হেলপার পলাতক।’

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস নিউজবাংলাকে বলেন, ‘দুজনই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতে পারেন। তাদের হাসপাতালে আনা হলে আমরা মৃত পাই। আহত অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’

এ বিভাগের আরো খবর