রাজধানীর বংশালে একটি বাসায় গ্যাসের লাইনে বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ ও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার রাত দেড়টার দিকে বংশালের আলু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আলু বাজারে চারতলাবিশিষ্ট ৩৫/২ নম্বর ভবনের নিচতলায় একটি বাসায় হঠাৎ গ্যাসলাইনে বিস্ফোরণ হয়।
তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
দগ্ধদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন ৩৫ বছর বয়সী কামাল, তার স্ত্রী ৩০ বছর বয়সী সেলিনা বেগম এবং তাদের মেয়ে ৭ বছর বয়সী বন্যা। অন্য দুজন হলেন ৩০ বছর বয়সী আমিনুল ও ২২ বছর বয়সী শিলা আক্তার। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন,‘কামালের শরীরের ৪০ ভাগ, সেলিনার ৬ ভাগ এবং বন্যার শরীরের ৩ ভাগ দগ্ধ হয়েছে। কামালের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।’
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘বংশালে বিস্ফোরণের ঘটনায় পাঁচজন দগ্ধ ও পাঁচজন আহত হয়েছেন। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ছেড়ে দেয়া হয়।’