বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে বুধবার ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিন দিনের সফরের প্রথম দিন রাজধানীতে বেশ কিছু নির্ধারিত কর্মসূচি রয়েছে তার।
ঢাকায় ভারতের রাষ্ট্রপতির চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিতে অনেক সড়ক বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। সে জন্য এইচএসসি পরীক্ষার্থীদের হাতে বাড়তি সময় রেখে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে বের হওয়ার অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হয়ে কোথাও আটকে গেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করার অনুরোধও জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এসব ক্ষেত্রে পুলিশের গাড়িতে করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার দুপুরে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘আগামীকাল (বুধবার) ভারতের মাননীয় রাষ্ট্রপতি আসবেন। তার চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তার স্বার্থে অনেকগুলো রাস্তা বন্ধ রাখব। পরীক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করব, তারা যাতে সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হন।
‘পরীক্ষার্থীরা কোথাও আটকে গেলে ৯৯৯ এ ফোন করলে আমাদের গাড়ি দিয়ে কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা করব, যাতে কারো পরীক্ষা মিস না হয়।’
ভারতের রাষ্ট্রপতির চলাচলের পথ সম্পর্কে আগাম কোনো তথ্য জানাতে রাজি হননি ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘সুনির্দিষ্টভাবে বলা আমাদের জন্য খুব মুশকিল। ভিভিআইপি নিরাপত্তার অন্যতম অনুষঙ্গ হল, উনার মুভমেন্ট টাইম গোপন রাখা। তবে স্পেসিফিক না বললেও আমরা বলে দেব, এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে।’
এইচএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী, বুধবার সকালের শিফটে অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র এবং উচ্চতর গণিত প্রথমপত্রের পরীক্ষা। বিকেলের শিফটে হবে গৃহ-ব্যবস্থাপনা ও শিশু বর্ধন এবং পারিবারিক সর্ম্পক (তত্ত্বীয়) প্রথমপত্র, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র ও ইসলাম শিক্ষা প্রথমপত্র পরীক্ষা।