মাগুরা সদর উপজেলার ধলহারায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ধাক্কা দেয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
উপজেলার চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা এলাকায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, ধলহরার চানপুর গ্রামের গোলাম নবী ও বাবু রহমান। তারা ধলহরা বাজার থেকে বাসে করে মাগুরা শহরে যাচ্ছিলেন।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস এ সব তথ্য নিশ্চিত করেছেন।
বাসযাত্রী আহত নান্নু শেখ জানান, অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি উপজেলা সদরের পরাবাড়িয়া ইউনিয়ন থেকে জেলা শহরে আসছিল। পথে ধলহরা বাজার এলাকায় নিহত দুজনসহ আরও কয়েকজন যাত্রী ওঠেন। তারা সিট না পেয়ে কোনো মতে চালকের পাশে দাড়িয়ে থাকেন।
বাজার থেকেই বাসটি দ্রুত গতিতে চলছিল। পরে পাজাখোলার বটতলা মোড়ে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পাকা একটি মুদির দোকানে সজোরে ধাক্কা খায়। এ সময় যাত্রীরা বাসের মধ্যে ছিটকে পড়লেও নিহত দুজন বাইরে পড়ে বাসের নিচে চাপা পড়েন।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার সোহাগুজ্জামানান বলেন, ‘আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনই বয়স্ক ছিলেন। তবে কি কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালো তা এখনই বলা যাচ্ছে না।’
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে ব্যবস্থা নেয়া হবে।’