বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কয়েদি নির্যাতন: ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২১ ২১:২৯

পারভীন নিউজবাংলাকে জানান, তার স্বামীকে নির্যাতনের বিষয়টি জানিয়ে বিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২২ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে তিনি একটি আবেদন করেন। এরপর গত ১১ নভেম্বর শামীমকে একটি মামলায় চট্টগ্রাম আদালতে নেয়া হলে তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পান। পরে খোঁজ নিয়ে তিনি আদালতে মামলার আবেদনটি করেন।

কয়েদি নির্যাতনের অভিযোগে চট্টগ্রামের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলামসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে সোমবার বিকেলে আবেদনটি করেন কয়েদি মো. শামীমের স্ত্রী পারভীন আকতার হিরা।

শুনানি শেষে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার আবেদনে অভিযুক্ত অন্য চার কর্মকর্তা হলেন চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, আইজি প্রিজনের গোয়েন্দা সবুজ দাশ ও সুবেদার এমদাদ হোসেন।

মামলার আবেদনে পারভীন জানান, তার স্বামী শামীম একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০০৪ সাল থেকে চট্টগ্রাম কারাগারে রয়েছেন। গত ১৭ জুলাই পর্যন্ত তিনি কারাগারের মেডিক্যাল ওয়ার্ডে ছিলেন। এর মধ্যে ১২ জুলাই শামীম কারাবিধি অনুযায়ী ডায়েট না দেয়ার কারণ জানতে তাকে সুবেদার এমদাদ হোসেন মারধর করেন।

পরে ১৭ জুলাই সন্ধ্যায় শামীমকে কারাগারের ভেতর আমগাছে বেঁধে মারধর করেন অভিযুক্তরা। একই দিন তাকে কুমিল্লা কারাগারে পাঠিয়ে দেয়া হয়। কুমিল্লা কারাগার থেকে নির্যাতনের বিষয়টি শামীম ফোনে তাকে জানান।

পারভীন নিউজবাংলাকে জানান, তার স্বামীকে নির্যাতনের বিষয়টি জানিয়ে বিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২২ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে তিনি একটি আবেদন করেন। এরপর গত ১১ নভেম্বর শামীমকে একটি মামলায় চট্টগ্রাম আদালতে নেয়া হলে তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পান। পরে খোঁজ নিয়ে তিনি আদালতে মামলার আবেদনটি করেন।

এ বিভাগের আরো খবর