বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দক্ষিণ সিটির ৯ গাড়িচালক বরখাস্ত

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২১ ২১:২৬

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, সিটি করপোরেশনের ভারী গাড়ির ৭ জন এবং হালকা গাড়ির ২ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ জন গাড়িচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ভারী গাড়ির চালক ৭ জন এবং হালকা গাড়ির ২ জন।

চালকদের নামে বরাদ্দ গাড়ি নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালনা করায় এ শাস্তি বলে জানান কর্মকর্তারা।

সিটি করপোরেশনের গাড়িচালক নন এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে গাড়ি চালনা করায় ফলে সম্প্রতি বেশকিছু দুর্ঘটনা ঘটে। তদন্তের সময় ধরা পড়ে গাড়ির আসল চালক তাতে ছিলেন না, গাড়ি চালাচ্ছিলেন ক্লিনার অথবা অন্য কেউ।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের সোমবার সন্ধ্যায় জানান, সিটি করপোরেশনের ভারী গাড়ির ৭ জন এবং হালকা গাড়ির ২ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

করপোরেশনের কর্মচারী চাকুরী বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

আবু নাছের জানান, করপোরেশনের পরিবহন বিভাগের ভারী গাড়ির চালকদের মধ্যে মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন (২), মো. কবির হোসেন (২), মো. রবিউল আলম এবং হালকা গাড়ির চালকদের মধ্যে মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা নয়টি আলাদা আদেশে গাড়ি চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। সাময়িক বরখাস্তকালীন সময়ে এসব চালক বিধিমোতাবেক শুধু খোরাকী ভাতা পাবেন।

গত মাসের শেষ সপ্তাহে গুলিস্তানে দক্ষিণ সিটির গাড়ি চাপায় নাঈম হাসান নামে নটরডেম কলেজের শিক্ষার্থী নিহত হলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন পান্থপথে উত্তর সিটির গাড়ির চাপায় মারা যান আহসান কবির খান নামে এক সংবাদকর্মী।

এ বিভাগের আরো খবর