বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এইচএসসি: এক দিনে অনুপস্থিত ১৭ হাজার

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২১ ২০:৪৭

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ৯০৮ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ১২৯ জন। দুই শিফটে মোট ১৭ হাজার ৩৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এইচএসসি পরীক্ষার অষ্টম দিনে সোমবার দেশের ৯টি শিক্ষা বোর্ডে ১৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ৯০৮ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ১২৯ জন। দুই শিফটে মোট ১৭ হাজার ৩৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সোমবার সকালে হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা। এতে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকে ২ হাজার ৪৭০ জন, চট্টগ্রাম বোর্ডে ৮০৪, রাজশাহী বোর্ডে ১ হাজার ৬৫৪, বরিশাল বোর্ডে ৯৪২, সিলেট বোর্ডে ৯০০, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৬৬০, কুমিল্লা বোর্ডে ১ হাজার ১২৫, ময়মনসিংহ বোর্ডে ৬৯৪ এবং যশোর বোর্ডে ১ হাজার ৬৫৯ জন।

বিকেলে হয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকে ১ হাজার ৫৫৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৬১৫, রাজশাহী বোর্ডে ৫২৩, বরিশাল বোর্ডে ৩৭৮, সিলেট বোর্ডে ১৮৬, দিনাজপুর বোর্ডে ৫০০, কুমিল্লা বোর্ডে ৮০৯, ময়মনসিংহ বোর্ডে ১৭২ এবং যশোর বোর্ডে ৩৮৭ জন।

সাধারণত প্রতি বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমের জন্য নিবন্ধন করেছে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।

এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও দেড় লক্ষাধিক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না। মোট ১ লাখ ৬৩ হাজার ৩৭১ জন পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেনি। সে হিসাবে ১১ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়েছে।

দেশে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২ হাজার ৬২১টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নেয়া হচ্ছে। ফরম পূরণের পরও প্রতিটি পরীক্ষাতেই অনুপস্থিতির সংখ্যা বাড়ছে কয়েক হাজার। সোমবার এক দিনেই সে অনুপস্থিতি ছিল ১৭ হাজার।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এ বিভাগের আরো খবর