একই সময়ে দুই জায়গায় পৃথকভাবে ফরিদপুরের নগরকান্দার এক নবদম্পতি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে স্বামীর মরদেহ উদ্ধরা হয়েছে; আর স্ত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার সকালে ঢাকায় মৃত্যু হয় ২০ বছর বয়সী বাইজিদ মোল্যার। অন্যদিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ১৮ বছর বয়সী সোমা আক্তারকে।
ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আক্কাস মোল্যার ছেলে বাইজিদ ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। দুই মাস আগে পরিবারের সম্মতিতে তিনি বিয়ে করেন পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার কৃঞ্চারদিয়া গ্রামের জাহাঙ্গীর তালুকদারের মেয়ে সোমাকে। বিয়ের পর থেকে স্বামী কর্মস্থল ঢাকায় থাকতেন আর স্ত্রী রয়েছেন শ্বশুরবাড়িতে।
বাইজিদের বাবা আক্কাস মোল্যা বলেন, ‘রোববার রাতে দুজন মোবাইলে কথা বলেছে। আমাদের মনে হয়েছে দুজন ঝগড়া করছে। সোমবার সকালেও দুজনে ঝগড়া করেছে।’
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে সোমা ঘরের নিজ কক্ষে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। আমরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা হাসপাতালে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি।’
বাইজিদের বাবা আক্কাস মোল্যা বলেন, ‘ছেলের স্ত্রীর চিকিৎসা চলছে, এমন সময় সংবাদ আসে আমার ছেলে ঢাকায় ভাড়া বাসায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বাইজিদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। মনে হচ্ছে দুজন একই সময় আত্মহত্যা করার চেষ্টা করে।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কছে কোনো তথ্য আসেনি। স্বামী যেহেতু ঢাকায় মারা গেছে, সেহেতু ওর ময়নাতদন্ত ঢাকায় হবে।’