বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুরাদের মতো ফুটপাতে ঘুমাতে হবে অন্য মন্ত্রীদেরও: রিজভী

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২১ ১৭:১৬

রিজভী বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী মুরাদ যখন কানাডায় ঢুকতে পারলেন না। তখন দুবাইতে ঢোকার চেষ্টা করেছেন। সেখানকার একটা ছবি ভাইরাল হয়েছে যে এয়ারপোর্টের ফ্লোরে শুয়ে আছেন। ...এমন করে হাসিনার ক্যাবিনেটকেও রাস্তায় শুয়ে থাকতে হবে একদিন।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়া একটি ছবির সূত্র ধরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মতো বর্তমান মন্ত্রিসভার অন্য সদস্যদেরও রাস্তায় ঘুমাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তি এবং জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী মুরাদ যখন কানাডায় ঢুকতে পারলেন না। তখন দুবাইতে ঢোকার চেষ্টা করেছেন। সেখানকার একটা ছবি ভাইরাল হয়েছে যে এয়ারপোর্টের ফ্লোরে শুয়ে আছেন। যিনি একসময় প্রকট ক্ষমতার দাপট দেখিয়েছেন, যিনি ক্ষমতার দাপটে বিরোধী দলের নেতা-কর্মীদের গালি দিয়েছেন, ব্যঙ্গ করেছেন।

‘তিনি দুবাইয়ের এয়ারপোর্টে জ্যাকেট মুড়ি দিয়ে শুয়ে আছেন। এমন করে হাসিনার ক্যাবিনেটকেও রাস্তায় শুয়ে থাকতে হবে একদিন। চারদিকে যে অনাচার-অবিচার রক্ত, এই কারণে তাদেরও একদিন ফুটপাতে রাস্তায় শুয়ে থাকতে হবে।’

বিএনপি নেতা রিজভী যে ছবিকে মুরাদের হিসেবে উল্লেখ করেছেন সেটি অন্য ঘটনার ছবি বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। গুগল ইমেজেও সার্চ করে দেখা গেছে, ছবিটি পরিকল্পিতভাবে থাইল্যান্ডের এক আলোকচিত্রীর তোলা। এটি মুরাদ হাসানের দেশত্যাগের অনেক আগে থেকেই ছবি কেনাবেচার ওয়েবসাইট শাটারস্টকে ছিল।

রিজভী বলেন, ‘এই সরকার যাদের নিয়ে ক্যাবিনেট করেছে তারা অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন। সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন ৪ হাজার কোটি টাকা কোনো টাকাই না। শিক্ষামন্ত্রী বলেছিলেন তোমরা দুর্নীতি করো, সহনীয় পর্যায়ে করো। যিনি ছাত্রদের নৈতিকতা শেখাবেন, তিনি বলছেন সহনীয় পর্যায়ে দুর্নীতি করো।

‘এই সরকারের ক্যাবিনেটের মন্ত্রীরা অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন। শেখ হাসিনার ক্যাবিনেট অফ মিথ্যাবাদী, বেয়াদব, ক্যাবিনেট অফ দুর্নীতিবাজ। এই নিয়ে শেখ হাসিনার ক্যাবিনেট চলছে। সেখান থেকে ভালো কিছু আশা করবেন কীভাবে।’

শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করতেও ছাড়েননি রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পুত্র নিজেকে বিরাট দার্শনিক মনে করেন। তিনি সকালে এক কথা বলেন, দুপুরে আরেক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। দেশের বড় বড় নেতাকে তুই করে বলেন। মানুষকে মানুষ বলে গণ্য করেন না।’

জাসাস আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইথুন বাবু, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ আরও অনেকে।

এ বিভাগের আরো খবর