লালমনিরহাট আদিতমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইয়াকুব আলী। ৯৮ বছর বয়সের ইয়াকুব আলীর বাড়ি উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে পূর্ব দৈলজোর এলাকা থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন ইয়াকুব আলী। ওই সময় অসাবধানতাবশত রেল লাইন পার হওয়ার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পাশে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ‘ট্রেনে ধাক্কায় এক বৃদ্ধের নিহতের খবর শুনেছি। তবে বিষয়টি রেল কর্তৃপক্ষের, তাই সবকিছু রেলওয়ে পুলিশই দেখছে।’
সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, বৃদ্ধের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে দাফনের প্রস্তুতি চলছে।