বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাক-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২১ ১৩:৫৫

পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) রেজাউল বাশার জানান, মালবোঝাই ট্রাকটি মুলাডুলি থেকে ঈশ্বরদী যাচ্ছিল। পথে সড়ইকান্দি এলাকায় উল্টো দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন।

ঈশ্বরদীর দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কের সড়ইকান্দি এলাকায় সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার তিলোকপুর গ্রামের রাকিব হাসান ও দাশুড়িয়া সরাইকান্দি গ্রামের সেলিম সরদার।

পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) রেজাউল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালবোঝাই ট্রাকটি মুলাডুলি থেকে ঈশ্বরদী যাচ্ছিল। পথে সড়ইকান্দি এলাকায় উল্টো দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই ভ্যানের ২ আরোহী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

রেজাউল জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ট্রাক ও ভ্যান সরিয়ে নিলে ঘণ্টাখানেকের মধ্যে সড়ক স্বাভাবিক হয়।

এ বিভাগের আরো খবর