ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে।
মিকাইল হোসেন নামের ওই যুবকের মামাতো ভাই মুছা নূর মল্লিক এমন অভিযোগ করেন।
মিকাইলের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ায়।
ভারতে থাকা আত্মীয়দের বরাত দিয়ে মুছা জানান, বিএসএফের গুলিতে নিহত মিকাইলের মরদেহ রোববার বিকেলে পশ্চিমবঙ্গের নদীয়ার টেংরা খালে ভেসে ওঠে। পরে স্থানীয় হাঁসখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে মুছা জানান, কয়েক দিন আগে মিকাইলসহ কয়েকজন ভারতে যান। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার সময় তারা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রিজে বিএসএফের টহল দলের সামনে পড়েন। ওই সময় বিএসএফ তাদের দিকে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন; নিখোঁজ হন মিকাইল।
তিনি আরও জানান, রোববার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে ৩০ বছর বয়সী মিকাইলের মরদেহ ভেসে উঠলে নদীয়ার হাঁসখালী থানা পুলিশ নিয়ে যায়।
মহেশপুরের নেপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামসুল আলম জানান, মিকাইলের নিহত হওয়ার বিষয়টি ভারতীয় স্বজনদের কাছে জানতে পেরেছে তার পরিবার।
এ বিষয়ে ঝিনাইদহের খালিশপুরের ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ নিউজবাংলাকে বলেন, ‘এ বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। খোঁজখবর নেয়া হচ্ছে।’