মাদারীপুরে চকলেটের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে।
সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি জানাজানি হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার জানায়, বিকেলে বাড়ির উঠানে চার শিশু খেলছিল। বাড়ির পাশের চা দোকানদার, ৪৫ বছর বয়সী এছাহাক হাওলাদার তাদের কয়েকটি চকলেট দিয়ে দোকানের ভেতরে নিয়ে যায়। এ সময় দুটি শিশু পালিয়ে যায়।
বাকি একজনকে এছাহাক ধর্ষণের চেষ্টা করেন। তবে শিশুটি চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেন। বাড়ি গিয়ে সে তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা তাকে সন্ধ্যায় সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, শিশুটির মধ্যে এখনও ভয় ও আতঙ্ক কাজ করছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করে নেয়া হয়েছে।
শিশুটির মায়ের অভিযোগ, এলাকার লোকজন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল। তবে তারা এছাহাকের শাস্তি চান।
ওসি বলেন, ‘চকলেট দেয়ার কথা বলে শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এখনও পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। তবে আমরা এছাহাককে আটকের চেষ্টা করছি।’
এই অভিযোগের বিষয়ে কথা বলার জন্য এছাহাককে একাধিকবার কল দেয়া হলেও তিনি ধরেননি।