যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক সমিতিতে ড. সেলিনা আক্তার সভাপতি ও ড. আশরাফুজ্জামান জাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
শিক্ষক সমিতির ১১ পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টিতে যবিপ্রবির মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নীল দল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ২৮৭ ভোটারের মধ্যে ২১১ জন ভোট দেন।
সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার যবিপ্রবি শিক্ষক সমিতির প্রথম নারী সভাপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট।
সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। তিনি শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, সহসাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন।
কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ কামাল হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রভাষক মো. শাহীন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রভাষক তুহিনুর রহমান জয়, সহকারী অধ্যাপক শুভাশীষ দাশ শুভ, সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন, প্রভাষক তাসমিয়া ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. এ এস এম মুজাহিদুল হক।
শিক্ষক সমিতির নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে নতুন কমিটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।