উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর অধীন আউট অফ স্কুল চিলড্রেন প্রোগ্রামের উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে মৌখিক পরীক্ষার ফল প্রায় ১১ মাস ধরে আটকে আছে।
প্রার্থীদের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর দুই বছরে কার্যক্রম শেষ করতে পারেনি কর্তৃপক্ষ।
শিগগিরই ফল প্রকাশ করতে রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন প্রার্থীরা।
চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে উপজেলা/আরবান প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে ২০১৯ সালের ২৮ অক্টোবর ৩০০ শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২০২০ সালের ৩ জানুয়ারি লিখিত পরীক্ষা হয়। এতে আট হাজারের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হন। ১৩ জানুয়ারি মৌখিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৫ জানুয়ারি। এরপর দীর্ঘদিন পার হলেও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে এক প্রার্থী বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দুই বছর হয়ে গেলেও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না করা দুঃখজনক। আমরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি চাই। সংশ্লিষ্টদের কাছে দ্রুত মৌখিক পরীক্ষার ফল প্রকাশের দাবি জানাই।’
এ বিষয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারের মহাপরিচালক মো. আতাউর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এর বেশি বলা সম্ভব না।’