এইচএসসি পরীক্ষার সপ্তম দিনে দেশের নয় শিক্ষা বোর্ডে সাড়ে তিন হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে রোববার এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৮১ জন। বিকেলে অনুপস্থিতির সংখ্যা ছয়।
সকালে হয় রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা। এতে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকে ৯৯১ জন, চট্টগ্রাম বোর্ডে ২৩২, রাজশাহী বোর্ডে ৭৩৫, বরিশাল বোর্ডে ২৩৫, সিলেট বোর্ডে ১৫৯, দিনাজপুর বোর্ডে ৫৫৪, কুমিল্লা বোর্ডে ৩৫০, ময়মনসিংহ বোর্ডে ২০৫ এবং যশোর বোর্ডে ৩২০ জন।বিকেলে অনুষ্ঠিত হয় শিশু বিকাশ দ্বিতীয় পত্র ও উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) পরীক্ষা। এতে ঢাকা বোর্ডে কেউ অনুপস্থিত ছিল না। রাজশাহী বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে একজন ও দিনাজপুর বোর্ডে দুজন অনুপস্থিত ছিল।সাধারণত প্রতিবছর এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয়।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।
সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমের জন্য নিবন্ধন করে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।
এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষার জন্য নিবন্ধন করে ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।
দেশে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২ হাজার ৬২১টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হচ্ছে।
করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর চলতি বছরের ১২ সেপ্টেম্বর খোলা হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান।