বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যৌতুক মামলায় শিশুবিষয়ক কর্মকর্তা জেলে

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২১ ১৯:০৭

চলতি বছরের ৯ অক্টোবর ইমরানকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন মুক্তা। ওই মামলায় রোববার জামিন নিতে আদালতে উপস্থিত হলে শুনানি শেষে বিচারক ইমরানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুরে যৌতুক মামলায় এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. যাবিদ হোসেন রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাকে কারাগারে পাঠানো হয়েছে তার নাম ইমরান মিঞা। ৩৩ বছরের ইমরান নীলফামারী জেলার শিশুবিষয়ক কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামে।

সরকারপক্ষের আইনজীবী রফিক হাসনাইন এসব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরিবারের অমতে চলতি বছরের ২১ মে রংপুর নগরীর কেরানীপাড়া এলাকার মাহমুদা মারজিয়া মুক্তাকে বিয়ে করেন পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের ইমরান মিঞা। বিয়ের পর রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন দম্পতি।

‘কিছুদিন পর পারিবারিকভাবে সম্পর্কটা মেনে নেয়ার কথা জানিয়ে মুক্তার কাছে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন ইমরান। এতে রাজি না হওয়ায় মুক্তাকে প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন করতেন ইমরান। উদ্ভুত পরিস্থিতিতে চলতি বছরের ৯ অক্টোবর ইমরানকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন মুক্তা।’

ওই মামলায় রোববার জামিন নিতে আদালতে উপস্থিত হলে শুনানি শেষে বিচারক ইমরানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিভাগের আরো খবর