লালমনিরহাটের আদিতমারীতে মাংসে চর্বি দেয়ায় কসাইকে কোপানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজ এলাকায় রোববার দুপুরে এই মানববন্ধন হয়। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত প্রভাষকের গ্রেপ্তারের দাবি জানান ব্যবসায়ীরা।
জানা গেছে, সাপ্টিবাড়ী বাজারে শনিবার সকাল ১০টার দিকে মাংস কিনতে গিয়েছিলেন সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক হযরত আলী। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক।
কসাই শহিদুল মাংসের সঙ্গে চর্বি দেয়ায় খেপে গিয়েছিলেন হযরত আলী। কথা-কাটাকাটির একপর্যায়ে দোকানে থাকা চাপাতি দিয়ে শহিদুলকে কুপিয়ে জখম করেন প্রভাষক হযরত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শহিদুলের ভাই সিরাজুল শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয় বলে নিশ্চিত করেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম।
অভিযোগ অবশ্য মানতে নারাজ হযরত। নিউজবাংলাকে শনিবার তিনি জানিয়েছিলেন, চর্বি বেশি দেয়া নিয়ে কথা-কাটাকাটি হলেও, কোপানোর অভিযোগ মিথ্যা। তাকে হয়রানি করতে শহিদুল নিজেই নিজেকে কুপিয়েছিল।