রাজধানীর শ্যামলী মোড়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন।
প্রায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আনলে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মবিন বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলী মোড় এলাকায় গিয়ে তাকে উদ্ধার করি। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
তিনি বলেন, ‘নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আমরা সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।’