অশালীন বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের সঙ্গে কোনো যোগাযোগ নেই দাবি করে তার সর্বশেষ অবস্থান না জানার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই, সুতরাং আমি বলতে পারব না।’
রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে মুরাদের অবস্থান সম্বন্ধে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রিত্ব খোয়ানোর পর শুক্রবার রাতে দুবাই হয়ে কানাডার পথে উড়াল দেন মুরাদ হাসান। তবে শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশে ব্যর্থ হয়ে দুবাই ফিরে আসেন তিনি।
পরে মুরাদ দেশে ফেরার জন্য এমিরেটসের একটি ফ্লাইটের টিকিট কাটেন। সেটি এখন ঢাকার পথে রয়েছে। ফ্লাইটটি ইতোমধ্যে পৌঁছেছে ভারতের আকাশসীমায়।
মুরাদ এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটটির টিকিট কিনেছেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র। উড়োজাহাজটির রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা প্রস্তুতির কথা শনিবার নিউজবাংলাকে নিশ্চিত করে একটি সূত্র, কিন্তু ভিসা না থাকায় দুবাইয়ে ইমিগ্রেশন পেরিয়ে দেশটিতে প্রবেশ করতে ব্যর্থ হন মুরাদ।
এর আগে অশালীন বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি বলে জানিয়েছিল উত্তর আমেরিকার দেশটির একটি বাংলা সংবাদমাধ্যম।
নতুন দেশ নামের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, মুরাদকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়।
বিশ্বস্ত একটি সূত্র নিউজবাংলাকে জানিয়েছে, করোনাভাইরাসসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে কানাডা ইমিগ্রেশন ফিরিয়ে দেয়।
নতুন দেশের প্রতিবেদনে বলা হয়, মুরাদের বিষয়ে সিবিএসএর সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।
এ বিষয়ে জানতে সিবিএসএর সঙ্গে ই-মেইলে যোগাযোগ করেছে নিউজবাংলা, তবে তার কোনো উত্তর পাওয়া যায়নি।
মুরাদকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ‘ই-কে ৮৫৮৫’ বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউজবাংলাকে জানিয়েছিলেন, মুরাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাবেন। সেখান থেকে আরেকটি ফ্লাইটে কানাডা যাবেন।
তিনি আরও জানিয়েছিলেন, মুরাদ হাসানের সঙ্গে তার পরিবারের কাউকে দেখা যায়নি। তিনি একাই কানাডা যাচ্ছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের পর এক চিত্রনায়িকার সঙ্গে মুরাদের অশালীন বক্তব্যের অডিও ফাঁস হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেন মুরাদ।